হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে নিখোঁজের ৫ দিন পর ব্যবসায়ী লাশ উদ্ধার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় নিখোঁজের পাঁচ দিন পর নদী থেকে ইসহাক মোল্লা নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার সকালে কালিয়া উপজেলার চিত্রা নদীর পাটনা সুইচ গেটের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে স্বজনরা এসে লাশটি শনাক্ত করেন। 

ব্যবসায়ী ইসহাক মোল্লা (৭৫) লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত দীন ইসলাম মোল্লার ছেলে। 

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘লাশটি ফুলে গেছে। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ 

স্বজনরা জানান, গত বৃহস্পতিবার স্ত্রীর কাছ থেকে প্রায় ৪৫ হাজার টাকা নিয়ে বড়দিয়া বাজারে নিজের দোকানে যান তিনি। বিকেলে তাঁকে মহাজন ঘাট এলাকায় চা খেতে দেখা যায়। ব্যবসায়িক কাজ সেরে তিনি আর বাড়িতে ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। 

তাঁরা আরও জানান, চোরখালী ও গুচ্ছগ্রাম এলাকায় তাঁর টাকা পয়সার লেন-দেন ছিল। কয়েক দিন আগে কয়েকজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটিও হয়েছে। তাঁদের ধারণা, তাঁকে কে বা কারা হত্যা করেছে। তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেন তাঁরা।  

 

 

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা নাগিবের

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা