হোম > সারা দেশ > নড়াইল

আন্দোলনে গুলি-হামলা, সাবেক ইউপি চেয়ারম্যানসহ ২৯ জনের নামে মামলা

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইল সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর গুলি চালানো, বোমাবর্ষণ ও হামলার অভিযোগে নড়াইল সদর আমলী আদালতে একটি মামলা হয়েছে। মামলায় লাহুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে এই নালিশী দরখাস্তটি দায়ের করেন। আজ রোববার (২৯ ডিসেম্বর) নড়াইল সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এটি এজাহার হিসেবে গ্রহণ করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মামলার আইনজীবী অ্যাডভোকেট মো. রিয়াজুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখযোগ্য কয়েকজন আসামি হলেন—লাহুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মো. দাউদ হোসেন, লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম সিকদার, যুবলীগ নেতা এনায়েত হোসেন, মো. জামিরুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুকুল শেখ, সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ প্রমুখ। এছাড়া মামলায় অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

বাদীর অভিযোগ অনুযায়ী, গত ৪ আগস্ট নড়াইল শহরের রাসেল সেতুর পূর্বপাশে ফ্যাসিস্ট, স্বৈরাচার আওয়ামী লীগবিরোধী সমাবেশ চলাকালে এবং সেতু পার হয়ে শহরে প্রবেশের সময় ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়, বোমাবর্ষণ করে এবং লাঠি-সোটা ও লোহার রড দিয়ে মারধর করে।

মামলার ১০ নম্বর আসামি যুবলীগ নেতা মো. এনায়েত হোসেন, ১২ নম্বর সাফায়েত মোল্যা, ১৩ নম্বর জামিরুল, এবং ২৭ নম্বর উজ্জ্বল শেখের বিরুদ্ধে শর্টগান, রিভলভার ও পিস্তল দিয়ে গুলি চালানোর অভিযোগ আনা হয়েছে। গুলির ছররা ও বোমার আঘাতে বাদী শফিকুল ইসলাম গুরুতর জখম হন। মামলায় উল্লেখ করা হয়, আহত অবস্থায় মামলার বাদী শফিকুলকে সেতু থেকে নদীতে ফেলে দেওয়া হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা

নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু, মায়ের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড