হোম > সারা দেশ > নড়াইল

হামলার মামলায় নড়াইলের সাবেক মেয়র আঞ্জুমান জেলে

নড়াইল প্রতিনিধি 

নড়াইল আদালত প্রাঙ্গণে পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় নড়াইল পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা ও জেলা পরিষদের সাবেক সদস্য খোকন কুমার সাহাকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে দুজন জামিন আবেদন করলে বিচারক শারমিন নিগার তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আঞ্জুমান জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও খোকন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁরা ২৭ জানুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। তখন তাঁদের আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে দুজন হাজির হন।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ৪ আগস্ট দুপুরে মিছিল নিয়ে শহর অভিমুখে রওনা হয়। মিছিলটি চিত্রা নদীর ওপর নির্মিত সেতুর পূর্ব পাশে পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ করেন। সেই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছাত্র-জনতাকে গুরুতর আহত করেন।

এ ঘটনায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন। এতে ৯০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

এ ছাড়া স্থানীয় বিএনপি নেতা মো. ওয়াহিদুজ্জামান ১৯ সেপ্টেম্বর সদর আমলি আদালতে নালিশি মামলা করেন। এতে ৭২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে ২৫ সেপ্টেম্বর সদর থানায় এটি এজাহার হিসেবে গণ্য হয়। এ মামলায় দুজন জামিন পেতে আদালতে হাজির হয়েছিলেন।

নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল কৃষিশ্রমিকের

নড়াইলে দুটি আসনে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা নাগিবের

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের