হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নড়াইল-মাগুরা সড়কে সদর উপজেলার কাগজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন—জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর গ্রামের নবীর শেখের ছেলে মোটরসাইকেল চালক বাদশা শেখ (৪৫) ও একই গ্রামের ছবুর শেখের ছেলে মোটরসাইকেল আরোহী হাফেজ কাফিল শেখ (২২)।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় জানান, আজ বেলা ১২টার দিকে নড়াইল থেকে মিঠাপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হন। 

ওসি মো. ওবাইদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় ট্রলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা নাগিবের

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা