হোম > সারা দেশ > নড়াইল

দুই নাতিকে হারিয়ে দাদা বললেন, ঘর খালি হয়ে গেল

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের আটলিয়া গ্রামে পানিতে ডুবে রিয়ান শেখ (২০ মাস) ও রাহাদ শেখ (২১ মাস) নামের দুই শিশু মারা গেছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। আজ বুধবার সকালে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে শিশু দুটি মারা যায়।

আজ বেলা ১১টার দিকে মরদেহ পানিতে ভেসে ওঠার পর স্বজনেরা তাদের উদ্ধার করে। নিহত রিয়ান আটলিয়া গ্রামের রিয়াজ শেখের ছেলে এবং রাহাদ সৌদিপ্রবাসী শিমুল ওরফে রবি শেখের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

চাঁচুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেলজার হোসেন ভূঁইয়া দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়ানের মা মরিয়ম বেগম জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে শিশু দুটি বাড়ির উঠানে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে ডোবার পানিতে ডুবে যায়। শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুজি করতে থাকেন। বেলা ১১টার দিকে মরদেহ দুটি পানিতে ভাসতে দেখে স্বজনেরা গিয়ে উদ্ধার করেন। পরে তাদের নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিতত শিশুদের দাদা শফি শেখ বলেন, ‘সকাল ৯টার পর আমি বাড়ি থেকে বের হই। বেলা ১১টার দিকে এক প্রতিবেশী ফোন দিয়ে জানায় দ্রুত বাড়ি আসো। এসে দেখি আমার দুই নাতি (দুই ছেলের দুই সন্তান) পানিতে ডুবে মারা গেছে। আমার ঘর খালি হয়ে গেল।’

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আটলিয়া গ্রামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে বলে জানতে পেরেছি।’

নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল কৃষিশ্রমিকের

নড়াইলে দুটি আসনে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা নাগিবের

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের