হোম > সারা দেশ > নড়াইল

শিক্ষক দিবসের কর্মসূচি পালন শেষে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ১

নড়াইল প্রতিনিধি

বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচি পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. রিফাতুল ইসলাম (৩৩) নামে গোপালগঞ্জ শিক্ষা অফিসের এক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া-কালনা-ঢাকা মহাসড়কের কালনা মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রিফাতুল লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের মো. বিলায়েত শিকদারের ছেলে। তিনি গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা রিফাতুলের মামা উপজেলার দোয়া-মল্লিকপুর গ্রামের আজাদ শেখ (৫৩) গুরুতর আহত হন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচি পালন শেষে রিফাতুল ইসলাম মোটরসাইকেল যোগে নিজ বাড়ি লোহাগড়ার দিকে আসছিলেন। পথে লোহাগড়া উপজেলার কালনা মাদ্রাসার কাছে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রিফাতুল ইসলাম ও তার মামা আজাদ শেখ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিফাতুলকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত আজাদ শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। 

লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা

নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু, মায়ের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড