হোম > সারা দেশ > ময়মনসিংহ

মৃত্যুসনদ নিয়ে হাসপাতাল থেকে ফেরার পথে নড়ে উঠল নবজাতক 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে এক নবজাতককে ‘মৃত’ ঘোষণা করেন চিকিৎসক। পরিবারকে দেওয়া হয় মৃত্যুসনদও। কিন্তু মরদেহ নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় নড়ে ওঠে শিশুটি। পরে তাকে ফের হাসপাতালের নবজাতক ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। 

অবশেষে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মৃত্যু হয় প্রাণ ফিরে পাওয়া নবজাতকের। এমন পরিস্থিতির জন্য হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে নবজাতকের পরিবার ও এলাকাবাসী। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে। 

আজ বুধবার সকালে নবজাতককে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

নবজাতকের পরিবার ও স্থানীয়রা বলছে, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বড়মা এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের স্ত্রী হালিমা খাতুনকে গত রোববার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি  ওয়ার্ডে ভর্তি করানো হয়। ওই রাতে কন্যাসন্তানের জন্ম দেন হালিমা। পরে নবজাতককে এনআইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। এরপর মঙ্গলবার বেলা ১১টার দিকে নবজাতককে মৃত ঘোষণা করে সনদ দেন হাসপাতালের দায়িত্বরত সহকারী রেজিস্ট্রার। অত্যন্ত কম ওজন ও সময়ের পূর্বে জন্ম নেওয়ায় মৃত্যু হয়েছে বলে মৃত্যুসনদে উল্লেখ করা হয়েছে। 

নবজাতকের বাবা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ১১টার দিকে আমার মা আর ফুপুকে জানানো হয় বাচ্চা মারা গেছে, তাকে বাড়ি নিয়ে যান। পরে মৃত্যুসনদ নিয়ে হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেই। বাড়িতে আসার রাস্তায় যেতেই হঠাৎ আমার বাচ্চা নড়ে ওঠে আর বড় করে শ্বাস নিতে থাকে। পরে গাড়ি ঘুরিয়ে আবারও হাসপাতালের ((মমেক) ইমার্জেন্সিতে নিয়ে গেলে সেখান থেকে এনআইসিইউতে পাঠানো হয়।’ 

নবজাতকের চাচা আবু হানিফ বলেন, ‘ফের হাসপাতালে ভর্তির পর এনআইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল (মঙ্গলবার) রাত ১২টার দিকে আমার ভাতিজি মারা যায়। পরে বাড়িতে নিয়ে আজকে (বুধবার) দাফন করা হয়েছে।’ 

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নবজাতককে গুরুত্বসহকারে চিকিৎসা দেওয়া হয়েছে। তার পরও এই অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হবে।’

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক