সৌদি আরবের দাম্মাম শহরে বিদ্যুতায়িত হয়ে আল আমিন (২১) নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ব্যক্তির চাচাতো ভাই আরিফ হোসেন।
নিহত আল আমিন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী দ্বীপচর গ্রামের লুৎফর মিয়াসাবের ছেলে। তাঁর মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আল আমিনের চাচাতো ভাই আরিফ হোসেন বলেন, ‘আল আমিন তাঁর রুমে লাইট লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
আরিফ হোসেন আরও বলেন, ‘মাত্র আট মাস আগে স্বপ্নপূরণের আশায় অল্প বয়সেই বিদেশ পাড়ি জমান আল আমিন। অতি দ্রুত যেন তাঁর মরদেহ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই।’
এ সংবাদে বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তাদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’