দুর্গাপুর (নেত্রকোনা): নেত্রকোনার উত্তর ভরতপুর এলাকা থেকে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) মেজর নূরুদ্দীন মাকসুদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বিকেল ৫টার দিকে নেত্রকোনার ভরতপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) নায়েক সুবেদার মো. ইউনুচ আলীর নেতৃত্বে আট সদস্যের একটি টহল দল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ভরতপুর এলাকা থেকে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের মধ্যে রয়েছে—জনসন বেবি লোশন, জনসন মিল্ক রাইস ক্রিম, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ ও ক্লিনিক প্লাস শ্যাম্পু।
নূরুদ্দীন মাকসুদ জানান, জব্দ হওয়া পণ্য জেলা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।