হোম > সারা দেশ > ময়মনসিংহ

অবশেষে সরানো হয়েছে ঝুলে থাকা কাঁঠালগাছ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

অবশেষে ঝড়ের কবলে উপড়ে পড়া সেই কাঁঠালগাছটি বিদ্যুতের (৪০০ ভোল্টেজের লাইন) তারের ওপর থেকে সরানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ অফিসের লোকজনের উপস্থিতিতে গাছের মালিক মো. ইব্রাহিমের তত্ত্বাবধানে গাছটি কেটে সরানো হয়।

জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের টিঅ্যান্ডটি রোডে ঝড়ের কবলে উপড়ে কাঁঠালগাছটি বিদ্যুতের তারের ওপর পড়ে। ঝুঁকিপূর্ণ অবস্থায় সড়কের ওপরেই ঝুলে ছিল গাছটি। অনেক দিন হয়ে গেলেও গাছটি কাটার উদ্যোগ না নেওয়ায় আতঙ্কে ছিল স্থানীয় পথচারীসহ আশপাশের বাসিন্দারা। 

গাছের মালিক ইব্রাহিম বলেন, ‘বিদ্যুৎ অফিসের টালবাহানার কারণে এত দিন দেরি হয়েছে। নয়তো আরও আগেই গাছটি কেটে তারের ওপর থেকে সরানো হতো।’ 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জের আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) সৈকত মাহমুদ বলেন, বিষয়টি সম্বন্ধে আমি আগে অবগত ছিলাম না। জানার পর দ্রুত লোক পাঠিয়ে গাছটি তারের ওপর থেকে সরানো হয়েছে। 

উল্লেখ্য, গত শনিবার আজকের পত্রিকার অনলাইনে ‘গাছ উপড়ে বিদ্যুতের তারের ওপর, দুর্ঘটনার শঙ্কা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলে দ্রুত গাছটি সরানো হয়।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার