হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহ ও নান্দাইল প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে বাবা-ছেলে বীজতলায় কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার কান্দিপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পরিবারের লোকজন জানায়, ওই গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের প্রবাসী ছেলে মো. গোলাম মোস্তুফা বাড়ির কাছেই বিকেলে নিজের বীজতলায় কাজ করছিলেন। রোদ থাকলেও হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। এ সময় ঝিরঝির বৃষ্টির সঙ্গে বজ্রপাতের শব্দ হয়। তখন গাছের নিচে আশ্রয় নিতে গিয়ে মারা যান।

নিহত গোলাম মোস্তুফার চাচা মো. রফিকুল ইসলাম জানান, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রপাতের শব্দ হতে থাকলে গোলাম মোস্তুফা বীজতলা থেকে উঠে পাশের একটি জামগাছের নিচে আশ্রয় নিতে চাচ্ছিলেন। এর মধ্যে বিকট শব্দে বজ্রপাত পড়ে জামগাছের ওপর। এতে জামগাছের বড় একটি ডাল বাবা-ছেলের ওপর পড়লে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। পরে তাঁদের হাসপাতালে নিতে চাইলে বাবা এবং নেওয়ার পথে মারা যায় শিশু নাঈম।

এ বিষয়ে নান্দাইল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। বিষয়টি দুঃখজনক।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা