হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুরে কারা হেফাজতে কয়েদির মৃত্যু 

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলা কারাগারের এক কয়েদির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহত জমসেদ আলী (৬০) নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় এলাকার মোছলেম উদ্দিনের ছেলে। তিনি একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। 

জেল কর্তৃপক্ষ বলছে, জমসেদ আলী হার্ট অ্যাটাকে মারা গেছেন। আজ শনিবার বিকেলে জেলা সদর হাসপাতালে তাঁর ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন জেল সুপার মো. হুমায়ুন কবীর খান। 

জমসেদ আলী নালিতাবাড়ী থানার একটি মাদক মামলায় এক বছর আট মাস সাজাপ্রাপ্ত ছিলেন। ওই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৩০ জানুয়ারি থেকে তিনি শেরপুর জেলা কারাগারে বন্দী ছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে জমসেদের বুকে ব্যথা শুরু হলে তাঁকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে জমসেদ আলী মারা যান। 

এ ব্যাপারে শেরপুর জেলা কারাগারের জেল সুপার মো. হুমায়ুন কবীর খান বলেন, জমসেদ আলীর লাশ ময়নাতদন্ত শেষে নিয়ম অনুযায়ী তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার