শেরপুর জেলা কারাগারের এক কয়েদির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত জমসেদ আলী (৬০) নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় এলাকার মোছলেম উদ্দিনের ছেলে। তিনি একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
জেল কর্তৃপক্ষ বলছে, জমসেদ আলী হার্ট অ্যাটাকে মারা গেছেন। আজ শনিবার বিকেলে জেলা সদর হাসপাতালে তাঁর ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন জেল সুপার মো. হুমায়ুন কবীর খান।
জমসেদ আলী নালিতাবাড়ী থানার একটি মাদক মামলায় এক বছর আট মাস সাজাপ্রাপ্ত ছিলেন। ওই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৩০ জানুয়ারি থেকে তিনি শেরপুর জেলা কারাগারে বন্দী ছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে জমসেদের বুকে ব্যথা শুরু হলে তাঁকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে জমসেদ আলী মারা যান।
এ ব্যাপারে শেরপুর জেলা কারাগারের জেল সুপার মো. হুমায়ুন কবীর খান বলেন, জমসেদ আলীর লাশ ময়নাতদন্ত শেষে নিয়ম অনুযায়ী তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।