হোম > সারা দেশ > ময়মনসিংহ

বঙ্গবন্ধু ছিলেন কৃষিবান্ধব নেতা: প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

বাকৃবি প্রতিনিধি

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, ‘বঙ্গবন্ধু ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি ১৯৭২ সালে ফিরে আসার পর দেশে দুর্বার গতিতে উন্নয়ন শুরু হয়। ফলে এ দেশ এগিয়ে গেছে, যা অন্য কোনো দেশের নেতার পক্ষেই সম্ভব ছিল না। দেশে যখন আমলাতন্ত্র শূন্য ছিল, তখন মাত্র ২১ দিনে দেশের মানুষের পুনর্বাসন, পুনর্গঠন ও উন্নয়নের জন্য পরিকল্পনা পরিষদ গঠন করা হয়।’ 

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর কৃষি দর্শন ও কৃষিবান্ধব বর্তমান সরকার’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

আলোচনা সভায় বাকৃবির উপাচার্য বলেন ড. লুৎফুল হাসান বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন কৃষিবান্ধব নেতা। ১৯৭৫ সালের নির্মম হত্যার পর সবকিছু থমকে যায়। পরবর্তীতে ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব নীতির প্রতিফলন করেন। সেই দায়িত্ব নিয়ে তিনি কৃষিতে বিপ্লব এনেছেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে বাংলাদেশ রূপান্তরিত হবে কৃষি ও কৃষকের দেশ হিসেবে। 

প্রতিমন্ত্রী বলেন, ‘অনুন্নত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বিআরসিকে পুনর্গঠন, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ও কৃষিকে প্রথম মর্যাদা দেওয়াসহ নিয়েছিলেন আরও অনেক পদক্ষেপ। ইতিহাস গড়া সেই নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল।’ 

বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. খান মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন