হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ৪ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চার চেয়ারম্যান প্রার্থীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এ সময় মাইক, অটোরিকশা ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এ জরিমানা আদায় করেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন তিনি।

জানা যায়, অচিন্তপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল্লাহকে ৪ হাজার, রামগোপালপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল আমিন জনিকে ৫ হাজার, ডৌহাখলা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহিদুল হক সরকারকে ৬ হাজার ও একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাইয়ুমকে ৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

এছাড়াও সহনাটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন কাদের রোবেল, জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামসুজ্জামান জামাল, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দুলাল আহমেদ, অচিন্তপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জায়েদুল ইসলামের প্রচার গাড়িতে অতিরিক্ত মাইক ব্যবহারের অপরাধে তাদের মাইক, অটোরিকশা ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। 

জরিমানা ও জব্দের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন-নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের কোন সুযোগ নেই, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার