হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাছের খামারে ভাসছিল যুবকের মরদেহ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় সজল মিয়া (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে একটি মাছের খামার থেকে ভাসমান অবস্থায় ওই মরদেহটি পাওয়া যায়।

সজল ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত সমর আলীর ছেলে। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, ভালুকা ফায়ার সার্ভিস কার্যালয়ের পাশে রফিক কুমারের মাছের খামারে সজল কাজ করতেন। গত সোমবার দুপুরে হঠাৎ সজল নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাঁর কোনো সন্ধান পাননি। পরে গতকাল মঙ্গলবার সজলের বোন রুনা আক্তার ভালুকা মডেল থানায় একটি জিডি করেন। আজ সকালে মাছের খামারে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

থানা–পুলিশ জানায়, হাতে বিদ্যুতের তার প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তারে জড়িয়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হুদা খান জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। এ ব্যাপারে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০