হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাছের খামারে ভাসছিল যুবকের মরদেহ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় সজল মিয়া (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে একটি মাছের খামার থেকে ভাসমান অবস্থায় ওই মরদেহটি পাওয়া যায়।

সজল ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত সমর আলীর ছেলে। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, ভালুকা ফায়ার সার্ভিস কার্যালয়ের পাশে রফিক কুমারের মাছের খামারে সজল কাজ করতেন। গত সোমবার দুপুরে হঠাৎ সজল নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাঁর কোনো সন্ধান পাননি। পরে গতকাল মঙ্গলবার সজলের বোন রুনা আক্তার ভালুকা মডেল থানায় একটি জিডি করেন। আজ সকালে মাছের খামারে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

থানা–পুলিশ জানায়, হাতে বিদ্যুতের তার প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তারে জড়িয়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হুদা খান জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। এ ব্যাপারে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী