হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাছের খামারে ভাসছিল যুবকের মরদেহ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় সজল মিয়া (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে একটি মাছের খামার থেকে ভাসমান অবস্থায় ওই মরদেহটি পাওয়া যায়।

সজল ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত সমর আলীর ছেলে। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, ভালুকা ফায়ার সার্ভিস কার্যালয়ের পাশে রফিক কুমারের মাছের খামারে সজল কাজ করতেন। গত সোমবার দুপুরে হঠাৎ সজল নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাঁর কোনো সন্ধান পাননি। পরে গতকাল মঙ্গলবার সজলের বোন রুনা আক্তার ভালুকা মডেল থানায় একটি জিডি করেন। আজ সকালে মাছের খামারে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

থানা–পুলিশ জানায়, হাতে বিদ্যুতের তার প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তারে জড়িয়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হুদা খান জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। এ ব্যাপারে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষক নেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

বন্ধুকে খুন করে রক্তমাখা কুড়াল হাতে থানায় হাজির যুবক

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক