হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সড়ক ব্লকেড, যানজটে ভোগান্তি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বিআইটিতে অন্তর্ভুক্তির দাবিতে আজ বুধবার সকালে নগরীর রহমতপুর বাইপাস মোড় ব্লকড করেন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজির (বিআইটি) আদলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গঠনের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করেছেন। এতে ময়মনসিংহ-টাঙ্গাইল, ময়মনসিংহ-জামালপুর, ঢাকা-ময়মনসিংহ সড়কের নগরীর রহমতপুর বাইপাস মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে কলেজের সামনে রহমতপুর বাইপাস মোড়ে সড়কে অবস্থান নেন কলেজটির শিক্ষার্থীরা। এ সময় প্রতিবন্ধকতা দিয়ে সড়কের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে সব ধরনের যানবাহন এই এলাকা পর্যন্ত এসে থেমে যায়। ধীরে ধীরে সৃষ্টি হয় তীব্র যানজটের। পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ বেলা সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছিলেন।

যানজটে আটকে পড়া অটোরিকশার চালক মাসুদ রানা বলেন, ‘শিক্ষার্থীরা সকাল থেকে বাইপাস মোড় বন্ধ করে আন্দোলন করছেন। এ কারণে যানজটের সৃষ্টি হয়। আমরা অটোরিকশা চালাতে পারছি না। সাধারণ যাত্রীরাও ভোগান্তির মধ্যে পড়ছে।’

প্রান্তিক সুপার পরিবহন নামের একটি বাসের যাত্রী মারিয়া জান্নাত বলেন, ‘কয়েক ঘণ্টা ধরে যানজটে আটকে আছি। গাড়ি চলছে না। শুনেছি শিক্ষার্থীরা আন্দোলন করছে। কোনো কিছু হলেই রাস্তা অবরোধ করে যাত্রীদের ভোগান্তিতে ফেলে দেওয়া মোটেও কাম্য নয়।’

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে। দ্রুত যান চলাচল শুরু হয়ে ভোগান্তি নিরসন হবে।’

এর আগে গত ১৮ মে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার (২৩) চলমান শিক্ষাব্যবস্থাকে দায়ী করে আত্মহত্যা করেন। এ ঘটনার পর ২০ মে থেকে সব শিক্ষার্থী একাডেমিক সমন্বিত পদ্ধতি (কম্বাইন্ড সিস্টেম) বাতিলের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন। ঈদুল আজহার পর ১৪ জুন প্রতিষ্ঠান খোলা হলেও ক্লাস ও পরীক্ষা কার্যক্রমে অংশ নেননি শিক্ষার্থীরা। ২৪ জুন থেকে প্রশাসনিক ভবনে তালা দেওয়ায় বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রমও। শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়ায় ৫ জুলাই থেকে বিআইটির আদলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গঠনের দাবিতে আন্দোলন শুরু করেন।

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত