হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে লেগুনা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী লেগুনা ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় আরও ১২ জন আহত হয়েছেন।

মৃতরা হলেন, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামের নবী হোসেনের ছেলে সাব্বির (২৫) ও একই এলাকার আলাউদ্দিনের মেয়ে রিমা (২০)।

ত্রিশাল ফায়ার সার্ভিস ও থানা সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আমিরাবাড়ী এলাকার নিগার জামান ফিলিং স্টেশনের পাশ থেকে ইউটার্ন করার সময় গার্মেন্টস শ্রমিকবাহী লেগুনাকে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় ১২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মধ্যে ৯ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে ২ জনের মৃত্যু হয়। বাকি ৭ জনের মধ্যে ২ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

ত্রিশাল থানার এসআই আমিনুল বলেন, ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে এরা মুনজিম গার্মেন্টসের শ্রমিক।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নিহত দুজনই ভালুকা উপজেলার বাসিন্দা। এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা করা হয়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন