হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাবেক এমপি ও বিএনপি নেতা খুররম খান চৌধুরীর মৃত্যু

প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ)

হৃদ্‌রোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী (৭৬)। শনিবার বিকেল ৫ টা ৪৫ মিনিটে রাজধানী ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন খুররম খান চৌধুরীর ভাতিজা বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী। 

জানা যায়, গত ৮ জুলাই হৃদ্‌রোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে নিজ বাড়ি মোয়াজ্জেমপুর থেকে তাঁকে ঢাকা নেওয়া হয়। খুররম খান চৌধুরী অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করে গেছেন। তাঁর মৃত্যুতে নিজ গ্রাম মোয়াজ্জেমপুর ও সংসদীয় আসন নান্দাইল ও ঈশ্বরগঞ্জর শোকের ছায়া নেমে এসেছে। 

বৃহত্তর ময়মনসিংহের প্রবীণ শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ খুররম খান চৌধুরী নান্দাইল ও ঈশ্বরগঞ্জ আসনের চারবারের সংসদ সদস্য ছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও নান্দাইল উপজেলার বিএনপির সভাপতি।

খুররম খানের মৃত্যুতে বিএনপি মহাসচিব শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

খুররম খান চৌধুরীর ছেলে নান্দাইল উপজেলা বিএনপি'র সিনিয়র সহসভাপতি নাসের খান চৌধুরী যুক্তরাষ্ট্রে, মেয়ে মাফরুহীন খান চৌধুরী অস্ট্রেলিয়ায় অবস্থান করায় তাঁর জানাজা আগামী সোমবার (১৯ জুলাই) বাদ আছর তাঁর নিজ বাড়ির মোয়াজ্জেমপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন