হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা

কেন্দুয়া (নেত্রকোনা )প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার ভুক্তভোগীর বাবা পাঁচ ব্যক্তির বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলাটি করেন।

পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় (পেনাল কোড) করা ওই মামলায় উপজেলার সান্দিকোনা হরিগাতীমাইজহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে হবি মিয়াকে (১৯) এক নম্বর আসামি করা হয়েছে।

এ ছাড়া অপর আসামিরা হলেন হবির বাবা হারুন মিয়া (৬০), ভাই রবি মিয়া (২৫) এবং চাচা সুলতান মিয়া (৪০) ও জুলহাস মিয়া (৫০)। এর মধ্যে হবি ছাড়া তাঁর বাবা, ভাই ও দুই চাচা আজ বৃহস্পতিবার আদালত থেকে জামিন পেয়েছেন বলে জানা গেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন গত শনিবার ইফতারের পর পঞ্চম শ্রেণির ওই ছাত্রী বসতঘরের পেছনের টয়লেট থেকে বের হয়। এরপর হবি মিয়া টেনেহিঁচড়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর মা ছুটে এলে হবি মিয়া পালিয়ে যান।

অভিযোগের বিষয়ে আদালত থেকে জামিন পেয়ে সুলতান মিয়া বলেন, ‘ঘটনার সময় আমরা বাড়িতে ছিলাম না। তবু আমাদের আসামি করা হয়েছে। এ ছাড়া তিনটি বসতঘরে তালা ঝোলানোর পাশাপাশি দুটি গরু লুট করা হয়েছে। আমরাও মামলাটির সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীর বিচার চাই।’

এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে কেন্দুয়া সার্কেলের এএসপি গোলাম মস্তোফা জানান, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু