হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিজিবির সহযোগিতায় প্রসূতির বাচ্চা প্রসব

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বিজিবির সহযোগিতায় এক প্রসূতি নারী কন্যাসন্তানের মা হয়েছেন। বৃহস্পতিবার মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসার পথে নগরীর খাগডহর এলাকায় রাস্তার মধ্যে প্রসবব্যথা উঠে ফাহিমা আক্তার নামের এক নারীর। যন্ত্রণায় কাতরাতে দেখে বিজিবির সদস্যরা তাঁকে অফিসার্স কোয়ার্টারে নিয়ে যান। পরে সেখানেই বিজিবির মেডিকেল টিমের সহযোগিতায় জন্ম নেয় এক ফুটফুটে কন্যাসন্তান। ফাহিমা আক্তার মুক্তাগাছা উপজেলার মোগলপুলা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। 

বিজিবি সেক্টর কমান্ডের সহকারী পরিচালক ইউনুস আলী বলেন, ‘বৃহস্পতিবার সকাল ১০টায় প্রসব বেদনায় এক নারীকে কাতরাতে দেখে আমার স্ত্রী এগিয়ে এসে তাঁকে অফিসার্স কোয়ার্টারে নিয়ে যায়, পরে মেডিকেল অফিসার ক্যাপ্টেন মানোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে কন্যাশিশুটির জন্ম হয়। নবজাতক ও মা সুস্থ আছেন।’

তিনি আরও বলেন, সুস্থভাবে সন্তান জন্মদানের পরও মা ও নবজাতককে অ্যাম্বুলেন্সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সুস্থভাবে নবজাতকের জন্ম হওয়ায় বিজিবির পক্ষ থেকে তাঁদের কাপড় ও আর্থিক সহযোগিতাও করা হয়।

নবজাতকের বাবা শফিকুল ইসলাম বলেন, ‘আমার স্ত্রীর প্রসবব্যথা উঠলে আমরা প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। আমার স্ত্রী শারীরিকভাবে দুর্বল থাকায় চিকিৎসকেরা তাঁকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। পরে অটোরিকশায় ময়মনসিংহ মেডিকেলে আসার পথে নগরীর খাগডহর এলাকায় বিজিবি ক্যাম্পের সামনে আসতেই প্রসবব্যথায় আমার স্ত্রী চিৎকার শুরু করলে বিজিবির সদস্যরা এগিয়ে এসে তাঁদের ক্যাম্পে নিয়ে যান। সেখানে তাঁদের তত্ত্বাবধানে আমাদের একটি কন্যাসন্তানের জন্ম হয়। বিজিবির এমন মানবিক সহযোগিতা ও আন্তরিকতায় আমরা মুগ্ধ ও কৃতজ্ঞ।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন