হোম > সারা দেশ > ময়মনসিংহ

নজরুলের জয় বাংলা ধারণ করেছিলেন বঙ্গবন্ধু: শিক্ষামন্ত্রী

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘জয় বাংলা বলেছিলেন নজরুল, সেই জয় বাংলাকে ধারণ করেছিলেন বঙ্গবন্ধু। এটি হয়ে ওঠে আমাদের অস্ত্রের রণধ্বনি। সেই রণধ্বনি দিয়েই নিরস্ত্র বাঙালি জাতি সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে নিজেদের স্বাধীন করে।’ 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক কবি। তিনি ছিলেন মানুষের কবি, মানবতার কবি। তিনি ইসলামি সংগীত লিখেছেন আবার শ্যামা সংগীতও লিখেছেন।’ 

আজ শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। 

অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মো. নুরুল হুদা। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে দেন ফুলবাড়িয়া উপজেলার সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন, ত্রিশাল উপজেলার সংসদ সদস্য হাফেজ রুহুল আমীন মাদানি, ঈশ্বরগঞ্জ উপজেলার সংসদ সদস্য ফখরুল ইমাম, ভালুকা উপজেলার সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফ কমিটির চেয়ারম্যান মো. জালাল উদ্দিন খান, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর দে, ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামালসহ অনেকে।

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার