হোম > সারা দেশ > ময়মনসিংহ

নজরুলের জয় বাংলা ধারণ করেছিলেন বঙ্গবন্ধু: শিক্ষামন্ত্রী

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘জয় বাংলা বলেছিলেন নজরুল, সেই জয় বাংলাকে ধারণ করেছিলেন বঙ্গবন্ধু। এটি হয়ে ওঠে আমাদের অস্ত্রের রণধ্বনি। সেই রণধ্বনি দিয়েই নিরস্ত্র বাঙালি জাতি সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে নিজেদের স্বাধীন করে।’ 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক কবি। তিনি ছিলেন মানুষের কবি, মানবতার কবি। তিনি ইসলামি সংগীত লিখেছেন আবার শ্যামা সংগীতও লিখেছেন।’ 

আজ শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। 

অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মো. নুরুল হুদা। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে দেন ফুলবাড়িয়া উপজেলার সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন, ত্রিশাল উপজেলার সংসদ সদস্য হাফেজ রুহুল আমীন মাদানি, ঈশ্বরগঞ্জ উপজেলার সংসদ সদস্য ফখরুল ইমাম, ভালুকা উপজেলার সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফ কমিটির চেয়ারম্যান মো. জালাল উদ্দিন খান, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর দে, ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামালসহ অনেকে।

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস