ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন সানকিপাড়া কলেজ রোড এলাকায় পৌঁছায়। এ সময় এক নারী ছেলেশিশুকে (২) নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে মৃতের স্বজনেরা কেউ আসেনি। তারা মা-ছেলে কি না এখনো বিষয়টি নিশ্চিত নই। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এখনো পরিচয় জানা যায়নি।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা গেছে, কালো বোরকা পরা এক নারী রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী রেললাইনে শুয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুর মৃত্যু হয়।
সানকিপাড়া কলেজ রোড এলাকার গেটম্যান আব্দুল কাদের বলেন, ‘ট্রেনটি লেভেল ক্রসিংয়ের কাছাকাছি আসতেই ওই নারী প্রথমে রেললাইনে ঝাঁপ দেয়, পরে শিশুটির মাথা ঢুকিয়ে দেয়। এ দৃশ্য দেখার পর আমার মাথাও ঠিক নেই। যদি বুঝতে পারতাম সে ট্রেনে ঝাঁপ দেবে, তাহলে তাকে বাঁচাতে পারতাম।’