হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে সালিস থেকে বাড়ি ফেরার পথে আব্দুর রাজ্জাক (৩৫) হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে নরসিংদীর মনোহরপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন নান্দাইলের আত্মারামপুর গ্রামের মো. আব্দুল আওয়াল ছেলে মো. আলম (২২) ও আব্দুল হামিদ (২৮)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে নান্দাইল উপজেলার মধুপুর বাজারে একটি সালিস থেকে বাড়ি ফেরার পথে আব্দুর রাজ্জাককে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করেন প্রতিপক্ষের লোকজন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ১ মার্চ রাতে আব্দুর রাজ্জাকের ছোট ভাই বাবুল মিয়া বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

গ্রেপ্তার আসামিরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আজ আসামিদের নান্দাইল মডেল থানায় হস্তান্তর করে র‍্যাব-১৪ ৷

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু