হোম > সারা দেশ > ময়মনসিংহ

মদনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি

সেনাবাহিনীর হাতে আটক তিন যুবক। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার ভোরে উপজেলার মদন ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার কুলিয়াটি গ্রামের কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণপাড়া গ্রামের ছোটন মিয়া (২০) ও দীপু (২৫)। তাঁদের মদন থানায় সোপর্দ করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল আজ ভোরে কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি রাইফেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

মদন সেনা ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর বলেন, ‘খবর পেয়ে যৌথ অভিযান চালানো হয়েছে। একটি রাইফেলসহ তিন ব্যক্তিকে আটক করে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা মাদক চোরাচালানের সঙ্গে তাঁদের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।’

এ বিষয়ে জানতে চাইলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দেকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা