হোম > সারা দেশ > ময়মনসিংহ

রেললাইনের ৪০টি ক্লিপ খুলে নিয়ে ধরা পড়ল মাদকাসক্ত যুবক

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে রেললাইনের অন্তত ৪০ টি ক্লিপ খুলে নেওয়ায় অভিযোগে অপু হাসান নামে (৪০) এক মাদকাসক্তকে আটক করেছে পুলিশ।

অপুর বাসা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় এলাকায়। 

আজ শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা রেললাইনে হাঁটার সময় দেখতে পায়, দুজন রেললাইনের ক্লিপ খুলছে। শিক্ষার্থীরা তাদের ধরতে গেলে একজন দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা অপুকে আটক করে রেলওয়ে থানায় খবর দেন। পরে রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপুকে আটক করে।

এসআই শহিদুল ইসলাম আরও বলেন, ‘এমন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ক্লিপগুলো লাইনে লাগানো হয়েছে। ক্লিপ খুলে নেওয়ার ঘটনায় ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি। আটক অপুর বিরুদ্ধে মাদক, চুরিসহ থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান বলেন, ‘এই ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন