হোম > সারা দেশ > ময়মনসিংহ

আওয়ামী লীগ মানেই উৎপাদনের দল: মতিয়া চৌধুরী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ মানেই উৎপাদনের দল। আওয়ামী লীগ মানেই উন্নয়নের রাজনীতি। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এলেই দেশে উৎপাদন শুরু হয়। উন্নয়ন হয়।’ 

আজ শনিবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসলামপুর উচ্চবিদ্যালয় জনতা মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে আওয়ামী লীগের নেতা মতিয়া চৌধুরী আরও বলেন, ‘আওয়ামী লীগের আদর্শ বুকে ধারণ করতে পারলে বাংলাদেশ উন্নয়নের সারা বিশ্বে রোল মডেল হবে। আওয়ামী লীগের শাসনামলে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, আর কোনো দল তা করতে পারেনি। কাজেই আওয়ামী লীগই একমাত্র জনগণের দল।’ 

ধর্ম প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল এমপির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালামের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী।

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২