হোম > সারা দেশ > ময়মনসিংহ

স্বাধীনতার পর মোয়াজ্জেমপুরে প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী জয়ী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলের মোয়াজ্জেমপুরে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে প্রথমবারের মতো নৌকার দলীয় নারী চেয়ারম্যান প্রার্থী মোছা তাছলিমা আক্তার শিউলী বিজয়ী হয়েছেন। গত বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী তাছলিমা আক্তার শিউলী ওই ইউনিয়নের আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মূর্শেদ আলীর স্ত্রী।
 
জানা যায়, স্বাধীনতার পর এবারই প্রথম নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নে নারী চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী মোছা তাছলিমা আক্তার শিউলী। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছিলেন সাবেক দুই বারের চেয়ারম্যান আবুল খায়ের বাবুল, আওয়ামী লীগ নেতা শেখ খায়রুল ইসলাম, ছাত্রনেতা সাইদুল ইসলাম সোহাগ ও ইসলামী আন্দোলনের আজহারুল ইসলাম। 

নান্দাইল নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মোয়াজ্জেমপুর ইউপির ৯টি ওয়ার্ডের ১১টি ভোটকেন্দ্রের ৭৩ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নে ২৬ হাজার ৬২৬ জন ভোটারের মধ্যে ১৯ হাজার ৪২৬ ভোট কাস্টিং হয়েছে। বাতিল হয়েছে ৫৫০ ভোট। এতে তাছলিমা আক্তার ৭ হাজার ৩৫৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল খায়ের বাবুল পেয়েছেন ৬ হাজার ৭২৮ ভোট। নিকটতম প্রার্থীর চেয়ে ৬৩০ ভোট বেশি পেয়ে তাছলিমা আক্তার শিউলী প্রথমবারের মতো নারী চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেন। 
 
এ বিষয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক সবুজ মিয়া বলেন, বিজয়ী ওই নারী যোগ্য প্রার্থী ছিলেন বলেই নৌকা প্রতীকে মনোনীত হয়েছেন। জনগণ থাকেই ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। তিনি স্বাধীনতার ৫০ বছর পর নান্দাইলের প্রথম নারী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। 

নবনির্বাচিত চেয়ারম্যান মোছা তাছলিমা আক্তার শিউলী আজকের পত্রিকাকে বলেন, আমি আ. লীগ পরিবারের সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীবান্ধব সরকার। তিনি আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছেন। আমার স্বামী এই ইউনিয়নের সভাপতি ছিলেন। 

নবনির্বাচিত চেয়ারম্যান আরও বলেন, আমি গৃহিণী থেকে এখন চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি উন্নয়নকাজের পাশাপাশি জনগণের সুখ-দুঃখে তাঁদের পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করে যাব।

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত