হোম > সারা দেশ > ময়মনসিংহ

স্বাধীনতার পর মোয়াজ্জেমপুরে প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী জয়ী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলের মোয়াজ্জেমপুরে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে প্রথমবারের মতো নৌকার দলীয় নারী চেয়ারম্যান প্রার্থী মোছা তাছলিমা আক্তার শিউলী বিজয়ী হয়েছেন। গত বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী তাছলিমা আক্তার শিউলী ওই ইউনিয়নের আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মূর্শেদ আলীর স্ত্রী।
 
জানা যায়, স্বাধীনতার পর এবারই প্রথম নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নে নারী চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী মোছা তাছলিমা আক্তার শিউলী। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছিলেন সাবেক দুই বারের চেয়ারম্যান আবুল খায়ের বাবুল, আওয়ামী লীগ নেতা শেখ খায়রুল ইসলাম, ছাত্রনেতা সাইদুল ইসলাম সোহাগ ও ইসলামী আন্দোলনের আজহারুল ইসলাম। 

নান্দাইল নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মোয়াজ্জেমপুর ইউপির ৯টি ওয়ার্ডের ১১টি ভোটকেন্দ্রের ৭৩ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নে ২৬ হাজার ৬২৬ জন ভোটারের মধ্যে ১৯ হাজার ৪২৬ ভোট কাস্টিং হয়েছে। বাতিল হয়েছে ৫৫০ ভোট। এতে তাছলিমা আক্তার ৭ হাজার ৩৫৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল খায়ের বাবুল পেয়েছেন ৬ হাজার ৭২৮ ভোট। নিকটতম প্রার্থীর চেয়ে ৬৩০ ভোট বেশি পেয়ে তাছলিমা আক্তার শিউলী প্রথমবারের মতো নারী চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেন। 
 
এ বিষয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক সবুজ মিয়া বলেন, বিজয়ী ওই নারী যোগ্য প্রার্থী ছিলেন বলেই নৌকা প্রতীকে মনোনীত হয়েছেন। জনগণ থাকেই ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। তিনি স্বাধীনতার ৫০ বছর পর নান্দাইলের প্রথম নারী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। 

নবনির্বাচিত চেয়ারম্যান মোছা তাছলিমা আক্তার শিউলী আজকের পত্রিকাকে বলেন, আমি আ. লীগ পরিবারের সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীবান্ধব সরকার। তিনি আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছেন। আমার স্বামী এই ইউনিয়নের সভাপতি ছিলেন। 

নবনির্বাচিত চেয়ারম্যান আরও বলেন, আমি গৃহিণী থেকে এখন চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি উন্নয়নকাজের পাশাপাশি জনগণের সুখ-দুঃখে তাঁদের পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করে যাব।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার