হোম > সারা দেশ > ময়মনসিংহ

জুয়ার আসর থেকে আইনজীবী-কাউন্সিলরসহ গ্রেপ্তার ৯

ময়মনসিংহ প্রতিনিধি

গ্রেপ্তার ৯ জন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে জুয়ার আসরে অভিযান চালিয়ে আইনজীবী, কাউন্সিলরসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তবে অভিযান টের পেয়ে জুয়া আসরের মালিক গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন পালিয়ে গেছেন বলে জানা গেছে।

গতকাল সোমবার (৬ জানুয়ারি) রাতে সদর উপজেলা ও গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী কাছারি বাজারসংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরে জুয়ার আসরে এ অভিযান চালানো হয়। এ সময় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা জুয়াড়িদের বহনকারী তিনটি প্রাইভেট কার ও জুয়ার সামগ্রী জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকা জজ আদালতের আইনজীবী কায়কোবাদ হোসেন (৪৯), জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদ করিম (৫৫), মর্তুজা রেজা (৬৭), অরুণ খান (৪৫), মোজাম্মলে (৫৫), মফিজুর রহমান (৫২), রুহুল আমিন (৫২), মোফাজ্জল হোসেন (৬০) ও রতন মণ্ডল (৩২)। আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, গৌরীপুর উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মফিদুল ইসলাম আইন অমান্য করে একটি জুয়ার আসর চালাতেন। তিনি পলাতক থাকায় বর্তমানে তাঁর বড় ভাই কৃষক দলের নেতা মোজাম্মেল হোসেন সেটি চালাচ্ছিলেন। মোজাম্মেলসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা