হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুরে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা কমিটির জরুরি সিদ্ধান্ত মোতাবেক গৌরীপুর উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী সাত কার্যদিবসের মধ্যে এসব শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হচ্ছে।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন আজকের পত্রিকাকে বলেন, এসব কমিটির কিছু অভ্যন্তরীণ সমস্যা ছিল। পৌরসভা ও কলেজ শাখা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংগঠনের কাজ গতিশীল করার জন্যই এসব কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হচ্ছে।

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু