হোম > সারা দেশ > ময়মনসিংহ

শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগ, মমেকে ছাত্রলীগ নেতাসহ ১০ শিক্ষার্থী বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি

শিক্ষকের বিরুদ্ধে ভুল অভিযোগ তোলায় ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১০ শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। মমেকের সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে ৫৩ ব্যাচের শিক্ষার্থীকে যৌন হয়রানির আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। 

আজ শনিবার একাডেমিক কাউন্সিলে তদন্ত কমিটির প্রতিবেদনের পর দিনভর আলোচনা শেষে বিকেলে এমন সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের কাছে লিখিতভাবে জানান কলেজ কর্তৃপক্ষ। 

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, ফায়াদুর রহমান আকাশ, তামান্না তাসকিন, সুনীতি কুমার দাশ, সানবীম খান, মহিদুল হক, তানভীন হাসান, কাশফী তাবরীজ, বাপ্পু কর্মকার এবং সাখাওয়াত হোসেন সিফাত। বহিষ্কারের মেয়াদ অনুযায়ী ওই সময়ে তাঁরা ছাত্রাবাসেও থাকতে পারবেন না। 

‘গত ২ ফেব্রুয়ারি সার্জারি বিষয়ের মৌখিক ও ব্যবহারিক চলাকালীন সময়ে সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ডিএসবির একজন সদস্যের সামনে পরীক্ষা সম্পন্ন করেন। এ ছাড়াও বিভিন্ন সময় তিনি সরকারি বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। নিজের ইচ্ছা অনুযায়ী সরকারি দলীয় ছাত্রদের ফেল করান।’ -ময়মনসিংহ মেডিকেলের ৫৩ ব্যাচের ছাত্র এবং কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানের অধ্যক্ষ বরাবর দায়ের করা এমন লিখিত অভিযোগের সত্যতা না পাওয়ায় তাঁকে তিন বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। 

অপরদিকে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভের সত্যতা না পাওয়ায় এবং ডা. কালামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় শিক্ষার্থী ফায়াদুর রহমান আকাশ, তামান্না তাসকিনকে দুই বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। 

মানববন্ধনে স্বেচ্ছায় অংশ গ্রহণের জন্য সুনীতি কুমার দাশ, সানবীম খান, মহিদুল হক, তানভীন হাসান, কাশফী তাবরীজ, বাপ্পু কর্মকার এবং সাখাওয়াত হোসেন সিফাতকে এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। 

এ ছাড়াও অনিচ্ছাকৃতভাবে মিছিলে অংশ গ্রহণ করায় আটজনকে মুচলেকা দিয়ে একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে গাইনি বিভাগের বিভাগীয় প্রধান তাইয়্যুবা তানজিনকে প্রধান করে কলেজ কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫৩ ব্যাচের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কিন্তু তদন্ত কমিটি এর সত্যতা না পেয়ে আজ ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করে। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন