গফরগাঁও উপজেলার টাংগাব ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরিদুল আলম খান কাজল (৬০) শপথ গ্রহণের আগেই মৃত্যুবরণ করেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন টাংগাব ইউপির সচিব মাহমুদুল হাসান।
ফরিদুল আলম খানের বাড়ি টাংগাব ইউপির ৬ নম্বর ওয়ার্ডের রৌহা গ্রামে। গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে তালা প্রতীকে প্রার্থী হয়ে তিনি ইউপি সদস্য নির্বাচিত হন। ১৭ ফেব্রুয়ারি গফরগাঁও উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ অনুষ্ঠান হবে।
ফরিদুল আলম খানের স্বজনেরা জানান, আজ শনিবার সকাল ১০টায় নিজ বাড়িতে তিনি মারা যান। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
আজ বাদ আসর টাংগাব রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে টাংগাব ইউপির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর শোক প্রকাশ করেছেন।