হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ভোট কিনতে গিয়ে গ্রেপ্তার হওয়া যুবককে ৭ দিনের কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সদরে ট্রাক প্রতীকে ভোট কিনতে এসে শফিকুল ইসলাম (৪০) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তাঁকে সাত দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর কৃষ্টপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

কারাদণ্ডের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘ভোট কেনার জন্য টাকা বিতরণের সময় স্থানীয় লোকজন তিনজনকে আটক করে খবর দিলে পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে কারাদণ্ড ও জরিমানা করে।’ 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ময়মনসিংহ-৪ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আমিনুল হক শামীমের পক্ষে নগরীর কৃষ্টপুর এলাকায় ভোট কিনতে গেলে ২০ হাজার টাকাসহ তিনজনকে আটক করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ও কোতোয়ালি থানার ইন্সপেক্টর শহিদুল ইসলাম। 

আটক ব্যক্তিদের জবানবন্দি শুনে ভ্রাম্যমাণ আদালত সুতিয়াখালি এলাকার বাসিন্দা শফিকুলকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। 

এ সময় গ্রেপ্তার শফিকুল ইসলামের সঙ্গে থাকা নজিবুল হাসান (৩৫) ও জীবন মিয়ার (২৬) কাছ থেকে ঘটনা শুনে তাদের সাক্ষী করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা