ময়মনসিংহ সদরে ট্রাক প্রতীকে ভোট কিনতে এসে শফিকুল ইসলাম (৪০) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তাঁকে সাত দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর কৃষ্টপুর এলাকায় এই ঘটনা ঘটে।
কারাদণ্ডের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘ভোট কেনার জন্য টাকা বিতরণের সময় স্থানীয় লোকজন তিনজনকে আটক করে খবর দিলে পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে কারাদণ্ড ও জরিমানা করে।’
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ময়মনসিংহ-৪ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আমিনুল হক শামীমের পক্ষে নগরীর কৃষ্টপুর এলাকায় ভোট কিনতে গেলে ২০ হাজার টাকাসহ তিনজনকে আটক করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ও কোতোয়ালি থানার ইন্সপেক্টর শহিদুল ইসলাম।
আটক ব্যক্তিদের জবানবন্দি শুনে ভ্রাম্যমাণ আদালত সুতিয়াখালি এলাকার বাসিন্দা শফিকুলকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় গ্রেপ্তার শফিকুল ইসলামের সঙ্গে থাকা নজিবুল হাসান (৩৫) ও জীবন মিয়ার (২৬) কাছ থেকে ঘটনা শুনে তাদের সাক্ষী করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।