হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বিএনপির ৮৬ নেতা–কর্মীর নামে মামলা, গ্রেপ্তার ৫ 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশের দিন পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির অঙ্গ সংগঠনের ৮৬ নেতা–কর্মীর নামে মামলা করা হয়েছে। আজ রোববার সকালে করা মামলায় পাঁচজন নেতা–কর্মী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। 

রোববার বিকেলে গ্রেপ্তার নেতা–কর্মীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাশেদুল ইসলাম (১৯), এমদাদুল হক (১৯), হারুন মিয়া (২০), আরিফুল ইসলাম (২০) ও মোক্তার (১৯)। তারা সবাই ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমিক দল ও ছাত্রদলের নেতা–কর্মী। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ত্রিদীপ কুমার বীর বাদী হয়ে মামলাটি করেন। দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম খান রাজুসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলাটি করা হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’ 

ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ সমাবেশের দিন নগরীতে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। কিন্তু পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এই গায়েবি মামলা করা হয়েছে।’

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক