হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে চাকরিতে বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি

চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, করোনার কারণে গত ২ বছরে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমাদের প্রায় সকলের বর্তমান বয়স ২৭-২৮ বছর, কিছুদিন পরেই চাকরির বয়স পার হয়ে যাবে। তাই আমাদের চাকরির বয়সসীমা বৃদ্ধি করা এখন ন্যায্য দাবি হিসেবে দাঁড়িয়েছে। 

বক্তারা আরও বলেন, আমরা অতি শিগগিরই চাকরির বয়সসীমা নিয়ে স্থায়ী সমাধান চাই। পড়ালেখা শেষ হতে না হতেই দেখি বয়স শেষ। তা ছাড়া চাকরির কোনো পরীক্ষা দিলে রেজাল্ট পেতে পেতে আরও বয়স ফুরিয়ে যায়। যার কারণে পড়ালেখা করার পরও বেকারত্ব বরণ করতে হয় আমাদের। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। 

এ সময় সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা তাঁদের চার দফা দাবি তুলে ধরে বলেন, সকল চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করতে হবে। নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ ও নিয়োগ পরীক্ষার প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করতে হবে। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-সংগঠনের জেলা সমন্বয়ক মো. ফাহিম আকন্দ, সদস্য সাইফুল ইসলাম, হ‌ুমায়ূন কবির, সুমা আক্তার, নুরজাহান, কাজলসহ অন্যান্য শিক্ষার্থীরা। 

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত