হোম > সারা দেশ > নেত্রকোণা

বিদ্যুতায়িত হয়ে অটোরিকশাচালকের মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত স্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার খালিয়াজুরীতে অটোরিকশার চার্জারের সংযোগ খোলার সময় বিদ্যুতায়িত হয়ে হেলাল মিয়া (৩৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রী চায়না আক্তার (২৯)।

আজ শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কাচারিহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল মিয়া ওই এলাকার করিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজের ব্যাটারিচালিত অটোরিকশার চার্জারের সংযোগ খুলতে যান হেলাল মিয়া। তখন এলাকায় বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ না থাকায় তিনি কেবল মুখ দিয়ে টেনে চার্জারের সংযোগ খুলছিলেন। ঠিক সে সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে। এতে বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। স্বামীর এমন অবস্থা দেখে বাঁচাতে এগিয়ে যান চায়না আক্তার। তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হেলাল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত চায়না আক্তার সেখানে চিকিৎসাধীন।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি