হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় সাবেক কলেজশিক্ষকের লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

নেত্রকোনা প্রতিনিধি

লাশ উদ্ধারের খবরে দিলীপ কুমারের বাড়িতে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

নেত্রকোনায় নিজের বাসা থেকে দিলীপ কুমার রায় (৬৬) নামের অবসরপ্রাপ্ত এক কলেজশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বড়বাজার এলাকায় বাসার খাটের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

দিলীপ কুমার রায় নেত্রকোনার আবু আব্বাস ডিগ্রি কলেজের কৃষি বিভাগের শিক্ষক ছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্ত্রী নিভা রানী সাহা কয়েক দিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান। তখন থেকে দিলীপ কুমার বাসায় একাই ছিলেন।

লাশ উদ্ধারের খবরে দিলীপ কুমারের বাড়িতে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

আজ সকাল ১০টার দিকে স্ত্রী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝোলানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ভেতরে ঢুকে গ্রিলেও তালা ঝুলতে দেখেন। পরে সেই তালাও ভেঙে ঘরে ঢুকে খাটের নিচে স্বামীর লাশ দেখতে পান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, দিলীপ কুমার রায়কে হত্যা করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তদন্ত করে তা বের করা হবে।

এদিকে জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে। পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন