হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় সাবেক কলেজশিক্ষকের লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

নেত্রকোনা প্রতিনিধি

লাশ উদ্ধারের খবরে দিলীপ কুমারের বাড়িতে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

নেত্রকোনায় নিজের বাসা থেকে দিলীপ কুমার রায় (৬৬) নামের অবসরপ্রাপ্ত এক কলেজশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বড়বাজার এলাকায় বাসার খাটের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

দিলীপ কুমার রায় নেত্রকোনার আবু আব্বাস ডিগ্রি কলেজের কৃষি বিভাগের শিক্ষক ছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্ত্রী নিভা রানী সাহা কয়েক দিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান। তখন থেকে দিলীপ কুমার বাসায় একাই ছিলেন।

লাশ উদ্ধারের খবরে দিলীপ কুমারের বাড়িতে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

আজ সকাল ১০টার দিকে স্ত্রী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝোলানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ভেতরে ঢুকে গ্রিলেও তালা ঝুলতে দেখেন। পরে সেই তালাও ভেঙে ঘরে ঢুকে খাটের নিচে স্বামীর লাশ দেখতে পান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, দিলীপ কুমার রায়কে হত্যা করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তদন্ত করে তা বের করা হবে।

এদিকে জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে। পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০