ডিজেল, অকটেন, পেট্রল মাপে কম দেওয়ায় ময়মনসিংহের গৌরীপুরে দুই ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেলে জেলার গৌরীপুরে দুই ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়।
জরিমানা করা ফিলিং স্টেশনগুলো হলো—জেলার গৌরীপুরের তাসনিম ফিলিং স্টেশন ও সোয়াদ ফিলিং স্টেশন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ উজ্জ্বল।
এরশাদুল আহমেদ উজ্জ্বল বলেন, ওই দুই ফিলিং স্টেশন ডিজেল, অকটেন, পেট্রল মাপে কম দিচ্ছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে কম দেওয়ার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত দুই ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে পরিমাপযন্ত্র ঠিক না করা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।