হোম > সারা দেশ > ময়মনসিংহ

চাঁদাবাজির সময় দুজনকে ধরে পুলিশে দিলেন মেয়র

ময়মনসিংহ প্রতিনিধি

সিএনজিচালিত অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় হাতেনাতে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর শম্ভুগঞ্জ থেকে ফেরার পথে ব্রহ্মপুত্র ব্রিজের সামনে থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা সিটি করপোরেশনের নাম করে রাস্তায় চাঁদা আদায় করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, সিটি মেয়র ইকরামুল হক টিটু নগরীর শম্ভুগঞ্জ থেকে কাজ শেষে ফেরার পথে ১০ থেকে ১৫ জন ব্যক্তিকে সংঘবদ্ধভাবে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় করতে দেখেন। তখন তাঁর গানম্যান নাঈমুর রহমান ও সহকারী সিরাজুল ইসলামকে চাঁদাবাজদের ধরতে নির্দেশ দেন। এ সময় তারা দুজন চাঁদাবাজকে আটক করে। বাকিরা পালিয়ে যান।

আটককৃত ব্যক্তিরা হলেন পাটগ্রাম এলাকার আব্দুর রহমান অপু (২৩) এবং শাওন আহমেদ (২১)। পরে আটককৃতদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

মেয়র অবৈধ চাঁদাবাজদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, সিটি করপোরেশনের নাম করে রাস্তায় চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করে থানায় পাঠিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন