হোম > সারা দেশ > ময়মনসিংহ

দেশে খাদ্য মজুত গত বছরের চেয়ে ৩ লাখ টন বেশি, জানালেন উপদেষ্টা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বোরো সংগ্রহ নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আজকের দিনে খাদ্য মজুত আছে ১৫ লাখ টন। যা গত বছরের চেয়ে তিন লাখ টন বেশি।

আজ বুধবার দুপুরে ময়মনসিংহে চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুত ও বিতরণ নিয়ে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে এই সভা হয়।

খাদ্য মজুত প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আমরা সন্তোষজনক অবস্থানে কখনো ঠিক থাকতে পারি না। কারণ এটা ক্রমাগত খরচ হচ্ছে আবার ক্রমাগত যোগ হচ্ছে। একটা ফসলই আমাদের ফসল না। দুই দিন পরে আসবে আউশ, তার পর আসবে আমন।’

বিদেশ থেকে চাল আনা প্রসঙ্গে আলী ইমাম বলেন, ‘আমাদের দরকার পড়লে বিদেশ থেকে আমদানি করি। গত বছর আমাদের বেশ আমদানি করতে হয়েছে। এবার বোরো আবাদ যেমন হয়েছে, আমনটাও যদি ভালো হয়, তাহলে বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না।’

সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম ও নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস। সেই সঙ্গে আঞ্চলিক খাদ্য কর্মকর্তা আবু নাঈম মো. সফিউল আলম, ময়মনসিংহ জেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের, শেরপুর জেলা খাদ্য কর্মকর্তা মো. নাজমুল হক ভূঁইয়া, জামালপুর খাদ্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান, নেত্রকোনা জেলা খাদ্য কর্মকর্তা মো. মোয়েতাছেমুর রহমানসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত