হোম > সারা দেশ > ময়মনসিংহ

গারো পাহাড়ের সীমান্ত এলাকা থেকে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য ও গরু জব্দ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

বিজিবির অভিযানে জব্দ করা ভারতীয় শাড়ি। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার সীমান্তঘেঁষা গারো পাহাড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল ভারতীয় পণ্য, মাদক ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসবের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, জিরা, জিলেট ব্লেড, স্কিন শাইন ক্রিম, গরু ও মাদক। এ ছাড়া কিছু দেশীয় মাছও জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের বাজারমূল্য ৪১ লাখ টাকার বেশি। গতকাল মঙ্গলবার রাত ও দিবাগত ভোররাতে বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের পাঁচটি টহল দল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

আজ বিকেলে বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এক বিজ্ঞপ্তিতে জানান, গতকাল রাত সাড়ে ১১টায় হালুয়াঘাটের তেলিখালী বিওপির টহল দল ১১২০/এমপি সীমান্ত পিলার পাগলার মোড় এলাকা থেকে চারটি ভারতীয় গরু জব্দ করে। এসব গরুর বাজারমূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। গোবরাকুড়া বিওপির টহল দল সীমান্ত পিলার লক্ষ্মীকুড়া এলাকা থেকে ১৮০ কেজি ভারতীয় জিরা, ২০ হাজার পিস জিলেট ব্লেড ও ৪০০ পিস স্কিন শাইন ক্রিম জব্দ করে। এসব পণ্যের বাজারমূল্য ৪ লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দিবাগত রাত ১২টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিওপির টহল দল বারোমারী মিশনরোড এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার বাজারমূল্য ৩৬ হাজার টাকা। গতকাল দিবাগত ভোররাতে নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিওপির টহল দল সীমান্ত বারোমারী মিশনরোড এলাকায় অভিযান চালিয়ে ৫১৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করে। এগুলোর বাজারমূল্য ৩৩ লাখ ৯৩ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল দিবাগত ভোররাতে ঝিনাইগাতি উপজেলার হলদীগ্রাম বিওপির টহল দল সমশ্চূড়া এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করে, যার বাজারমূল্য ৩৬ হাজার টাকা। এ ছাড়া ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও বিওপির টহল দল ভূঁইয়াপাড়া এলাকা থেকে ৪০ কেজি এ দেশীয় মাছ জব্দ করে। এর বাজারমূল্য ৪ হাজার ৮০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চোরাকারবারিরা অভিনব পন্থায় এসব ভারতীয় পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিলেন। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন