হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বৃষ্টি ও উজানের ঢলে প্রধান চার নদ-নদীর পানি বেড়েই চলেছে। আজ রোববার সকালে এসব নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই অবস্থায় ছিল।

পানি উন্নয়ন বোর্ড জানায়, চার নদ-নদীর মধ্যে উব্দাখালী নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বেড়েছে সবচেয়ে বেশি।

জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান জানান, জেলার সোমেশ্বরী, কংশ, ধনু, উব্দাখালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর মধ্যে আজ সকাল ৯টার দিকে উব্দাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এতে নদীর দুই তীর ছাপিয়ে পানি লোকালয়ে ঢোকার শঙ্কা জাগিয়েছে।

সারোয়ার জাহান আরও জানান, কংশ নদের পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৪৮ মিটার এবং ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তা ছাড়া সোমেশ্বরী নদীর পানি দুর্গাপুর পয়েন্টে ২ দশমিক ৯০ মিটার, বিজয়পুর পয়েন্টে বিপৎসীমার ৬ দশমিক ২৯ মিটার নিচ দিয়ে বইছে।

কলমাকান্দা সদরের বাসিন্দা শামীম আহমেদ বলেন, ‘কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে। উজানের ঢলের পানিও আসতেছে। সব মিলে সময়ের সঙ্গে সঙ্গে উব্দাখালী নদীর পানি বাড়তেছে। এখন একেবারে কিনারে এসে পড়ছে। এভাবে বাড়লে এলাকার নিচু অঞ্চলে পানি ঢুকে পড়বে।’

একই কথা জানালেন কলমাকান্দা সদরের মোজাম্মেল হক। তিনি বলেন, পানি আরেকটু বাড়লেই নিচু এলাকায় পানি ঢুকে পড়বে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার