হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বৃষ্টি ও উজানের ঢলে প্রধান চার নদ-নদীর পানি বেড়েই চলেছে। আজ রোববার সকালে এসব নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই অবস্থায় ছিল।

পানি উন্নয়ন বোর্ড জানায়, চার নদ-নদীর মধ্যে উব্দাখালী নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বেড়েছে সবচেয়ে বেশি।

জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান জানান, জেলার সোমেশ্বরী, কংশ, ধনু, উব্দাখালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর মধ্যে আজ সকাল ৯টার দিকে উব্দাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এতে নদীর দুই তীর ছাপিয়ে পানি লোকালয়ে ঢোকার শঙ্কা জাগিয়েছে।

সারোয়ার জাহান আরও জানান, কংশ নদের পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৪৮ মিটার এবং ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তা ছাড়া সোমেশ্বরী নদীর পানি দুর্গাপুর পয়েন্টে ২ দশমিক ৯০ মিটার, বিজয়পুর পয়েন্টে বিপৎসীমার ৬ দশমিক ২৯ মিটার নিচ দিয়ে বইছে।

কলমাকান্দা সদরের বাসিন্দা শামীম আহমেদ বলেন, ‘কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে। উজানের ঢলের পানিও আসতেছে। সব মিলে সময়ের সঙ্গে সঙ্গে উব্দাখালী নদীর পানি বাড়তেছে। এখন একেবারে কিনারে এসে পড়ছে। এভাবে বাড়লে এলাকার নিচু অঞ্চলে পানি ঢুকে পড়বে।’

একই কথা জানালেন কলমাকান্দা সদরের মোজাম্মেল হক। তিনি বলেন, পানি আরেকটু বাড়লেই নিচু এলাকায় পানি ঢুকে পড়বে।

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার