হোম > সারা দেশ > ময়মনসিংহ

মমেক হাসপাতালে আরও ১৬ মৃত্যু 

প্রতিনিধি, ময়মনসিংহ

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ছয়জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১০ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ১৩ জন, নেত্রকোনা, গাজীপুরের ও পাবনার একজন করে রয়েছে।

করোনা আক্রান্তে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের সুখরঞ্জন (৬৫), আব্দুল সালাম (৭৫), মুক্তাগাছা উপজেলার মমতা বেগম (৪৫), ফুলবাড়িয়া উপজেলার হাসিনা (৬০), নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আয়েশা (৬৫), এবং পাবনা সদরের অন্তিমা সরকার (৬৫)।

এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন, ময়মনসিংহ সদরের হাসিনা খাতুন (৬৫), মফিজুল ইসলাম (৬০), তারাকান্দা উপজেলার ইস্রফিল (৫৫), গফরগাঁও উপজেলার রানুজা আক্তার (৫০), সোহরাব (৮০), ফুলবাড়িয়া উপজেলার আজিজুল হক (৯০), ধোবাউড়া উপজেলারমমেনা (৪০), গৌরীপুর উপজেলার হযরত আলী (৫৪), ভালুকা উপজেলার শাহনাজ জামান (৪৫) এবং গাজীপুর শ্রীপুরের রোকসানা (৫৫)।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫২ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৯৬ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৬০ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১ টি নমুনা পরীক্ষায় আরো ১৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৯৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ৮৫৬ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৭৯ জন। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন