জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে রাণী বেগম (৩৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নের হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
রাণী বেগম উপজেলার হোসনাবাদ গ্রামের খোকন মিয়ার স্ত্রী। মহাদান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল বিষয়টি নিশ্চিত করেন।
পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকালে রান্নাবান্নার কাজ করছিলেন। রান্নার কাজে ফ্রিজ খুলতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল বলেন, ফ্রিজ বিদ্যুতায়িত হয়েছিল। সেটা ওই পরিবারের কেউ বুঝতে পারেননি। রাণী বেগম ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।