হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে সেচপাম্পের তারে জড়িয়ে দুজনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

শেরপুর সদর উপজেলার ছাত্তারকান্দি এলাকায় আজ বুধবার বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া কৃষকের বাড়িতে স্বজনদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

শেরপুরে ধানখেতে পানি দিতে গিয়ে সেচপাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই কৃষিশ্রমিক মারা গেছেন। আজ বুধবার সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পূর্ব ছাত্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিকেরা হলেন ছাত্তারকান্দি এলাকার আব্দুল লতিফের ছেলে মো. আকরাম হোসেন (৪৫) ও নাওভাঙ্গা চরের সমেজ উদ্দিনের ছেলে হানিফ উদ্দিন (৫৩)।

বাজিতখিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ খুররম আজকের পত্রিকাকে বলেন, কৃষক আকরাম হোসেন সকাল ৯টার দিকে কৃষিশ্রমিক আব্দুল হানিফকে সঙ্গে নিয়ে ধানখেতে পানি দিতে গিয়েছিলেন। সেখানে সেচপাম্পের তার ছিঁড়ে আগে থেকেই পাম্প বিদ্যুতায়িত হয়ে ছিল। সেচপাম্পের সুইচ দিতেই আকরাম হোসেন বিদ্যুতায়িত হন। তাঁকে বাঁচাতে গিয়ে আব্দুল হানিফও বিদ্যুতায়িত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন