হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে আওয়ামী লীগের নেতৃত্বে নতুনদের সঙ্গে পুরোনো মুখ

ময়মনসিংহ প্রতিনিধি

আওয়ামী লীগের ময়মনসিংহ মহানগর ও জেলা শাখার সভাপতি পদে নতুন মুখ এলেও সম্মেলনে সাধারণ সম্পাদক পদে আগেরজনকেই নির্বাচিত করা হয়েছে।

এহতেশামূল আলমকে জেলা শাখার নতুন সভাপতি হয়েছেন এবং সদ্যবিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সম্পাদক একই দায়িত্বে ফিরেছেন।

মহানগর শাখার সভাপতি হয়েছেন সদ্যবিলুপ্ত কমিটির সহ-সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু এবং সাধারণ সম্পাদক পদে বহাল আছেন সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে মোহিত উর রহমান শান্ত।

আজ শনিবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত জেলা ও মহানগরের সম্মেলনে নতুন কমিটির শীর্ষ নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে আওয়ামী লীগকে বিজয়ী করতে কাজ করবেন।

নবগঠিত জেলা আওয়ামী লীগের কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘নেত্রী দ্বিতীয়বারের মতো আমার ওপর আস্থা রেখেছে। আশা করছি, নিজ কর্মের মাধ্যমে আস্থার প্রতিদান দেব। দলকে আরও সুসংগঠিত করতে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।’ 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন