হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় আজ বুধবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হাজীর বাজার ও হবিরবাড়ী সিডস্টোর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বানিয়াকাজী গ্রামের শামসুল হকের ছেলে গোলাম মোস্তফা (৪৮) ও ভালুকা উপজেলার বর্তা গ্রামের জবান আলীর ছেলে সবুজ মিয়া (৪৫)।

স্থানীয় বাসিন্দারা জানান, ভালুকার হাজীর বাজার নামক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে ময়মনসিংহগামী মাহিন্দ্রা গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রা যাত্রী মাছ ব্যবসায়ী গোলাম মোস্তফা (৪৮) মারা যান। অপরদিকে আজ সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ী গ্রামের সিডস্টোর ওরিয়েন কারখানার সামনে দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল পথচারী সবুজ মিয়াকে (৪৫) চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।

ভরাডোবা হাইওয়ে থানার এসআই আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মোটরসাইকেলসহ গাড়ি তিনটি জব্দ করা হয়েছে। উভয় দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস