হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় আজ বুধবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হাজীর বাজার ও হবিরবাড়ী সিডস্টোর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বানিয়াকাজী গ্রামের শামসুল হকের ছেলে গোলাম মোস্তফা (৪৮) ও ভালুকা উপজেলার বর্তা গ্রামের জবান আলীর ছেলে সবুজ মিয়া (৪৫)।

স্থানীয় বাসিন্দারা জানান, ভালুকার হাজীর বাজার নামক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে ময়মনসিংহগামী মাহিন্দ্রা গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রা যাত্রী মাছ ব্যবসায়ী গোলাম মোস্তফা (৪৮) মারা যান। অপরদিকে আজ সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ী গ্রামের সিডস্টোর ওরিয়েন কারখানার সামনে দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল পথচারী সবুজ মিয়াকে (৪৫) চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।

ভরাডোবা হাইওয়ে থানার এসআই আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মোটরসাইকেলসহ গাড়ি তিনটি জব্দ করা হয়েছে। উভয় দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার