হোম > সারা দেশ > জামালপুর

মাদারগঞ্জে স্পিরিট পানে ২ জনের মৃত্যু, অসুস্থ ২ 

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে স্পিরিট পানে দুজনের মৃত্যু হয়েছে। এতে আরও দুজন অসুস্থ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ওই এলাকার আমিনুর শেখের ছেলে ইমরান (৩৫) ও বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার আইন সুনারুর ছেলে হাফিজুর রহমান (৭০)। তিনি তেঘরিয়া এলাকায় শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। এ ঘটনায় অসুস্থরা হলেন তেঘরিয়া এলাকার আব্দুর রশীদের ছেলে ওবায়দুর (৩২) ও ময়না রবিদাসের ছেলে রবিন্দ্র চন্দ রবিদাস (৩২)। 
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে ইমরান ও হাফিজুর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের নেওয়ার পথেই তাঁদের মৃত্যু হয়। 

চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার বলেন, নিহত ও অসুস্থরা গতকাল তেঘরিয়া বাজারের একটি ফার্মেসি থেকে স্পিরিট কিনে পান করেন। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাঁরা। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ‘বোরাক্স কিউ’ নামে একটি হোমিও প্যাথিক খালি বোতল উদ্ধার করেছে পুলিশ। 

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা