হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলে আরও ৬ জনের মৃত্যু 

ময়মনসিংহ, প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাঁরা মারা যান বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

মৃতদের মধ্যে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার দুজন করে এবং টাঙ্গাইল ও গাজীপুর জেলার একজন করে রয়েছেন। তাঁদের মধ্যে একজন করোনায় ও পাঁচজন উপসর্গে মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন নারী এবং চারজন পুরুষ। 

চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৭১ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ এবং আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়। 

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহের হালুয়াঘাটের মোনালিসা (২৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া ময়মনসিংহের ভালুকার শাহাদাত হোসাইন (২৮), নেত্রকোনা সদরের রবি চন্দ্র (৬৫) ও আরোজ আলী (৮০), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আব্দুল খালেক (৬০) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার রুবাইয়া (২৯) বিভিন্ন রকমের করোনা উপসর্গ নিয়ে মারা যান। 

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০ জন ভর্তিসহ আজ সকাল পর্যন্ত মোট রোগী ভর্তি আছেন ৯২ জন। তাঁদের মধ্যে আইসিইউতে আটজন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ জন এবং ওয়ানস্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন ৭৬ জন। 

সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৩২৩টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ৭ দশমিক ১২ শতাংশ। আজ সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৬৯৮। সুস্থ হয়েছেন ২০ হাজার ৩১২ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৮৪ জন। বর্তমানে ১ হাজার ৯৩ জন হোম আইসোলেশনে রয়েছেন। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন