হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ব্যবসায়ী হত্যাকাণ্ডে ৬ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি

ব্যবসায়ী নূরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ব্যবসায়ী নূরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হারুন অর রশিদ এই রায় দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার গণে শ্যামপুর এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব ওরফে ছুইত্যা, আব্দুল হাই ওরফে হীরা, মির্জাপুর পশ্চিমপাড়া এলাকার মো. সোহেল, মির্জাপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ, সরিষাবাড়ী উপজেলার রাধানগর গ্রামের রমজান আলী ও মুক্তাগাছা উপজেলার কুমারগাথা গ্রামের আব্দুছ সালাম।

মামলার এজাহার সূত্র জানা গেছে, সদর উপজেলার গণে শ্যামপুর এলাকার বাসিন্দা নূরুল হক ওরফে আশরাফ আলী পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলার মনতলা বাজারে ধান-চালের ব্যবসা করতেন। ২০০২ সালের ১৯ জুলাই তিনি ব্যবসার কাজে বাজারে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেননি। পরদিন ২০ জুলাই স্থানীয় মনতলা ব্রিজসংলগ্ন একটি কলাবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

যাবজ্জীবন সাজার খবরের সত্যতা নিশ্চিত আদালতের বেঞ্চ সহকারী মামুন মিয়া জানান, ২০০২ সালের ২০ জুলাই নিহত ব্যক্তির স্ত্রী নাসিমা খাতুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পরে মামলার দীর্ঘ তদন্তে ৯ জন অভিযুক্ত হন। তবে মামলার বিচার চলাকালে তিন আসামি মারা যাওয়ায় অন্য ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। বর্তমানে রায়পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার