হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় টিসিবির ১৪৮ বস্তা চাল জব্দ, থানায় মামলা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় গোপনে বিক্রয় করা টিসিবির ১৪৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় টিসিবি চালের ডিলার ও ক্রেতার বিরুদ্ধে মামলা করছে প্রশাসন।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে উপজেলার চিরাম ইউপি কার্যালয় ও পার্শ্ববর্তী বামনগাঁও গ্রামের সমুজ মিয়ার বাড়ি থেকে ওই চাল জব্দ করা হয়। পরে জব্দকৃত চাল থানার গুদামে রাখা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার চিরাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কার্ডধারীদের টিসিবি পণ্য চাল, ডাল ও সয়াবিন তেল বিতরণ করা হয়। পরে ১১৪টি বস্তা চাল (প্রতি বস্তা ৫০ কেজি) বামনগাঁও গ্রামের একটি বাড়িতে নিয়ে রাখা হয়।

খবরে ইউএনও ফারজানা আক্তার ববি অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন। সেই সঙ্গে চিরাম ইউনিয়ন পরিষদে থাকা বিতরণ না হওয়া ৩৪ বস্তা চালও জব্দ করে থানায় নিয়ে যান ইউএনও।

বারহাট্টা থানা-পুলিশের এসআই আবু সায়েম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন মামলার অভিযোগ লেখা হচ্ছে। মামলা দায়েরের পর আসামিদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

ইউএনও ফারজানা আক্তার ববি আজকের পত্রিকাকে বলেন, ‘জব্দ চালের ব্যাপারে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। এতে ডিলার ও ক্রেতাকে আসামি করা হবে। তবে ঘটনা তদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে।’ তবে ডিলার ও ক্রেতার নাম জানাতে পারেননি তিনি।

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার